ইসলামী শরীয়ত নির্ধারিত ফরয, ওয়াজিব ও সুন্নত নামাযসমূহ ছাড়া নাকী সকল নামাযই নফল। নফল নামাযের কোন সংখ্যা সীমা নির্ধারিত নেই। যে যত বেশী আদায় করবে সে পুণ্যও তত বেশী লাভ করবে। সুতরাং সকল মুসলিম নর-নারীকে বেশী বেশী পুণ্য লাভের আশায় বেশী পরিমাণে নফল নামায আদায় করা উচিত।

হাদীস শরীফে উল্লেখ আছে, নেক আমল দ্বারা সগীরা গোনাহ মাফ হয়ে যায়। সুতরাং গোনাহ মাফের জন্য সর্বদা নেক আমল করা উচিত। আল্লাহ তাআলা বান্দার একটি গোনাহের জন্য একটি গোনাহ আর একটি নেক আমলের জন্য দশটি নেকী লেখে থাকেন। অতএব আমাদেরকে সর্বদা নেক আমল করার জন্য চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে, নেক আমলগুলোর মধ্যে নফল নামায অত্যন্ত মর্যাদাবিশিষ্ট, তাই নফল নামায দ্বারা বেশি বেশি গোনাহ মাফের আশা করা হয়।