১। তাকবীরে তাহরীমা অর্থাৎ আল্লাহু আকবার বলতে বলতে উভয় হায় কানের লতি পর্যন্ত উঠিয়ে নিয়ত বাঁধা এবং নামাযের পরবর্তী কার্যক্রম আর করা, ২। দাঁড়িয়ে নামায আদায় করা, ৩। কেরাআত পাঠ করা, ৪। রুকু কর ৫। সেজদা করা, ৬। আখেরী বৈঠকে বসা। এগুলো নামাযের আরকান ব ভিতরের ফরয।