জায়নামাযে দাঁড়িয়ে পড়ার দোয়া-

إِنِّي وَجَهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا

أَنَا مِنَ الْمُشْرِكِينَ .

উচ্চারণঃ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফাঁও ওয়ামা আনা মিনাল মুশরিকীন।

অর্থ: নিশ্চয়ই আমি (দুনিয়ার সব কিছু ত্যাগ করে) আসমান ও যমীনের স্রষ্টার দিকে আমার মুখ করলাম এবং আমি (কখনই) মুশরিকদের দলভুক্ত নই।