১। কাঁধের উভয় দিকে চাদর ঝুলিয়ে রাখা, ২। ঝুলে পড়া কাপড় উঠিয়ে লওয়া, ৩। আস্তিন গুটিয়ে নামায পড়া, ৪। মুখমণ্ডল ঢেকে নামায পড়া, ৫। নামাযের ভিতরে পোশাক নাড়াচাড়া করা, ৬। আঙ্গুল ফুটান, ৭। এদিক সেদিক নজর করা, ৮। নামাযে বক্র হয়ে দাঁড়ান, ৯। সেজদার জায়গা হতে ধুলামাটি সরানো ১০। কপালের ধুলা ঝেড়ে ফেলা, ১১। বিনা ওজরে কাশি দেয়া, ১২। উৎকৃষ্ট পোশাক থাকতে নিকৃষ্ট পোশাকে নামায পড়া, ১৩। নামাযের ঘরে ছবি লটকান থাকা, ১৪। সেজদা অবস্থায় উরু পেটের সাথে মিলিয়ে রাখা, ১৫। উরুর সাথে কনুই মিলিয়ে রাখা, ১৬। কনুই খোলা রেখে নামায পড়া, ১৭। এক পায়ের উপর ভর করে নামায আদায় করা, ১৮। কারণ ব্যতীত আসন করে বসা, ১৯। কোন প্রাণীর ছবিযুক্ত পোশাক পরে নামায পড়া, ২০। ওযর ব্যতীত পাগড়ির উপর সেজদা করা, ২১। সম্মুখের কাতারে স্থান থাকতে পিছনের কাতারে দাঁড়ানো, ২২। নামাযে একাধিক বার শরীর চুলকান, ২৩। প্রথম রাকআতে পাঠ করা সূরার পরে একটি সূরা বাদ দিয়ে সূরা পাঠ করা, ২৪। যে সূরা একবার পাঠ করা হয়েছে দ্বিতীয় বার তার উপরের সূরা পাঠ করা, ২৫। দুই পা খাড়া করে বসা, ২৬। নামাযের মধ্যে থু থু ফেলা কিংবা নাক ঝাড়া, ২৭। জায়নামায নাপাক স্থানে বিছিয়ে নামায পড়া, ২৮। জামাআতে শরীক না হয়ে একা একা নামায পড়া, ২৯। একই নামাযে একই সূরা দুই বার পাঠ করা, ৩০। রুকু সেজদার মধ্যে পরনের কাপড় হাত দ্বারা টেনে রাখা, ৩১। পুরুষের সিনার উপর হাত বাঁধা, ৩২। স্ত্রীলোকের নাভির উপর হাত বাঁধা, ৩৩। স্ত্রীলোকেরা নামাযে একামত বলা, ৩৪। তাকবীর মুখে উচ্চারণ না করে মনে মনে বলা, ৩৫। কোন নামাযের জন্য সূরা নির্দিষ্ট করে লওয়া, ৩৬। ইমাম সাহেব অযথা দীর্ঘ কেরাআত পাঠ করে মোক্তাদীদের কষ্ট দেয়া, ৩৭। ওযর ব্যতীত ইমাম উপরে এবং মোক্তাদীগণ নিচে দাঁড়ান, ৩৮। ওযর ব্যতীত খালি জায়গায় নামায পড়া, ৩৯। মসজিদের দরজা বন্ধ করে নামায পড়া, ৪০। দ্রুত নামায আদায় করা, ৪১। মল-মূত্রের বেগ নিয়ে নামায পড়া, ৪২। নামাযের ভিতরে আজেবাজে চিন্তা করা, ৪৩। জামার বুতাম খোলা রেখে নামায পড়া, ৪৪। বিনা কারণে অন্ধকারে নামায পড়া, ৪৫। পিতৃ পরিচয়হীন কোন ব্যক্তিকে নামাযের ইমাম বানানো, ৪৬। রুকু সেজদায় তসবীহ জোরে পাঠ করা, ৪৭। পাতলা পোশাকে নামায পড়া, ৪৮। ইমামের পূর্বে রুকু-সেজদা করা, ৪৯। নামাযীর দিকে মুখ করা ব্যক্তিকে সম্মুখে রেখে নামায পড়া, ৫০। নামাযের ভিতরে তাআউয, তাসমিয়া, তসবীহ, তাশাহহুদ ও দুরূদ উচ্চ শব্দে পাঠ করা, ৫১। নামাযের মধ্যে আঙ্গুলের সাহায্যে তসবীহের হিসাব রাখা, ৫২। চক্ষু বুজে নামায আদায় করা, ৫৪। দাঁতের মধ্য হতে কোন বস্তু বের করে ফেলে দেয়া কিংবা গিলে ফেলা। ৫৫। কোন কারণে নামাযের ভিতরে জোরে ফুঁক দেয়া। ৫৬। সেজদাতে হাঁটুর পূর্বে হাত মাটিতে রাখা, ৫৭। সেজদা হতে উঠার সময় বিনা কারণে হাত আগে না উঠিয়ে হাঁটু উঠান, ৫৮। বিনা কারণে সেজদা হতে হাতে ভর করে উঠা, ৫৯। দাঁড়াবার স্থান হতে সেজদার স্থান এক বিঘতের বেশী উঁচু হওয়া, ৬০। নামাযের ভিতরে মশা-মাছি ইত্যাদি মারা, ৬১। নামাযরত অবস্থায় ঘাম মোছা, ৬৩। চলাচলের রাস্তায় দাঁড়িয়ে নামায আদায় করা।