সমকামিতা একটি জঘন্য অপকর্ম। পবিত্র কুরআনে কাওমে লুত-এ অপকর্মে অভ্যস্ত ছিল বলে উল্লেখ আছে। সমকামিতায় অভ্যস্ত ব্যক্তি সে মুহসিন হোক অথবা গায়রে মুহসিন সামাজিক শৃঙ্খলা সুরক্ষার জন্য শাসক তাকে হত্যা করবেন। (আলমগীরী, ২য় খণ্ড ফাতহুল কাদীর, ৫ম খণ্ড)