শরীয়ত নিষিদ্ধ কাজগুলোকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে: (১) হারাম, (২) মকরূহ তাহরীমী, (৩) মকরূহ তানযীহ।

হারাম : কোরআন ও হাদীসের নিষেধ অনুযায়ী যেসকল কাজ অবশ্যই ত্যাগ করতে হয় এবং নিঃসন্দেহে অবৈধ, তাকে হারাম বলে। যথাঃ নরহত্যা, চুরি, ডাকাতি, মিথ্যা বলা, গীবত করা, মৃত জানোয়ারের গোশ্ত বা শূকরের গোশত খাওয়া, মদ পান করা এবং সুদ ও ঘুষ গ্রহণ ইত্যাদি। গান-বাজনা এবং বর্তমান যুগের কাওয়ালী ও শরীয়ত-মা’রেফতের নামে প্রচলিত গান বাজনা শ্রবণ করাও হারাম। গান-বাজনা শুনলে হাশরের দিন সীসা গলিয়ে কানে ঢেলে দেয়া হবে।

মরূহ তাহরীমী: সুন্নতে মোআক্কাদা যেমন অবশ্য পালনীয় এবং অস্বীকার করা যাবে না, তদ্রুপ মক্কহ তাহরীমী অবশ্যই বর্জন করতে হবে এবং জায়েয বলা যাবে না। যেমন কেবলার দিকে মুখ করে প্রস্রাব করা।

মরূহ তানযীহ: যেসকল কাজ নিষিদ্ধ হওয়া সম্বন্ধে কোরআন ও হাদীসে প্রমাণের যথেষ্ট অভাব আছে, কিন্তু পরোক্ষভাবে প্রমাণ পাওয়া যায়, সেগুলোকে মরূহ তানযীহ্ বলা হয়। এধরনের কাজ না করাই বাঞ্ছনীয়।