উল্লেখ্য, বেলা ঠিক দুপুর, সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নামায নিষিদ্ধ। এ ছাড়া অনির্ধারিত সময়ের নামায সুবিধা অনুযায়ী যেকোন সময় পড়া যায়।

এক জানাযার নামায।

দুই কাযা নামায (যদি ৬ ওয়াক্ত বা তার বেশী হয়)।

তিন তাহিয়্যাতুল অযুর নফল অযুর পরেই পড়া উত্তম।

চার দুখুলুল মসজিদের নফল। মসজিদে প্রবেশের পরে পড়া উত্তম।

পাঁচ সালাতুত তাসবীহ নফল নামায।

ছয় এস্তেখারার নফল নামায। 1

সাত শুকরিয়া প্রকাশের নফল নামায

আট অভাব বা বিপদ উদ্ধারের নফল

নয় এস্তেসকা বা বৃষ্টি প্রার্থনার নফন

দশ উমরী কাযার ফরয নামায।

এগার অন্য যেকোন নফল নামায।