দৈনিক পাঁচ ওয়াক্ত ফরয় নামায ও জুমআর নামাযের ওয়াক্ত হলে জামা’আতে শরীক হওয়ার জন্য মুসল্লিগণকে কতিপয় নির্ধারিত কালাম দ্বারা আহবান করাকে আযান বলে এবং আযানদাতাকে মুয়াজ্জিন বলে।
হাদীসে উল্লেখ আছে, যে লোক আযান ও একামত দিবে এবং আল্লাহকে ভয় করবে, তার পাপসমূহ ক্ষমা করা হবে এবং তাকে বেহেশতে দাখিল করা হবে। অন্য এক হাদীসে উল্লেখ আছে, কেয়ামতের ময়দানে লোকের ভিড়ের মধ্যে মুয়াজ্জিনের মাথা সকলের মাথার উপর দিয়ে দৃষ্টিগোচর হবে।