একথা সর্বজন স্বীকৃত যে, মদ হারাম। কেউ যদি একে হালাল মনে করে তবে সে কাফির বলে গণ্য হবে। কেননা এর হারাম হওয়ার বিষয়টি অকাট্য দলীল দ্বারা প্রমাণিত। অনুরূপভাবে মদ হচ্ছে নাপাক। আর এ কথাটিও অকাট্য দলীল দ্বারা প্রমাণিত। সুতরাং তা বেচা-কেনা করা বা তা উৎপাদন করা সবই হারাম। কেউ যদি কারো নিকট থেকে মদ ছিনিয়ে নিয়ে যায় বা তা নষ্ট করে দেয় তাহলে এ কারণে তার উপর কোন জরিমানা ওয়াজিব হবে না। মদের উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি হারাম হওয়া প্রসঙ্গে রাসূলুল্লাহ্ (সা) বলেন:

لعن الله الخمر وشاربها وساقيها وبائعها ومبتاعها وعاصرها و معتصرها و حاملها و المحمولة اليه

আল্লাহ্ তা’আলা লা’নত করেন মদের উপর, মদ্যপায়ীর উপর; মদ পরিবেশনকারীর উপর; ক্রয়-বিক্রয়কারীর উপর; প্রস্তুতকারীর উপর; যার জন্য প্রস্তুত করা হয় তার উপর; বহনকারীর উপর এবং যার জন্য বহন করে আনা হয় তার উপর; (আবূ দাউদ)

অপর এক হাদীসে আছে, নবী (সা) বলেনঃ

ان الذي حرم شربها حرم بيعها واكل ثمنها

যা পান করা হারাম তা বেচাকেনা করা এবং বেচাকেনার পর এর মূল্য ভক্ষণ করাও হারাম, (আল্ ফিক্হ আলাল মাযাহিবিল আরবা’আ, ৫ম খণ্ড) ফকীহগণের মতে, মুসলিম দেশে অমুসলিমদেরকে প্রাকাশ্যে মদের ব্যবসার অনুমতি দেওয়া ও সুযোগ প্রদান করা জায়িয নেই। (প্রাগুক্ত) এরূপ গাজা, আফিম, হাশীশ ইত্যাদি মাদক দ্রব্যের ব্যবসাও জায়িয নেই।