একাধিক কসমের জন্য একাধিক কাফ্ফারা দিতে হবে। চাই কসমগুলো একই মজলিসে হোক কিংবা ভিন্ন ভিন্ন মজলিসে হোক। যতটি কসম ভঙ্গ হবে ততটিই কাফ্ফারা আদায় করতে হবে। (শামী, ২য় খণ্ড)