যেসকল বিধান অস্পষ্ট প্রমাণ দ্বারা প্রমাণিত হলেও তা পালন করা অপরিহার্য বলে নির্ধারিত হয়েছে, তাকে ওয়াজিব বলে। ওয়াজিব পালন না করলে কবীরা গোনাহ্ হয়। ফরযের ন্যায় ওয়াজিবও অবশ্য পালনীয়। যেমন: দুই ঈদের নামায ও বেতেরের নামায ইত্যাদি।