যে পর্যায়ের ফকীর, মিস্কীনকে যাকাত প্রদান করা যায় সে পর্যায়ের ফকীর মিস্কীনকে কসমের কাফ্ফারাও প্রদান করা যাবে, যাদেরকে যাকাত দেওয়া যায় না তাদেরকে কাফ্ফারাও দেওয়া যায় না। (শামী, ২য় খণ্ড)

কসমের কাফফারা বাবত দেয় অর্থ মৃত ব্যক্তির কাফন-দাফনের জন্য প্রদান করে কিংবা মৃত ব্যক্তির ঋণ পরিশোধের জন্য প্রদান করে অথবা মসজিদ নির্মাণের কাজে ব্যয় করে তাতে কাফফারা আদায় হবে না। নিজের ধন-সম্পদ থেকে বিচ্ছিন্ন ও দূরবর্তী স্থানে অবস্থানকারী মুসাফির ব্যক্তিকে কাফফারার অর্থ প্রদান করলে তা আদায় হয়ে যাবে। (আলমগীরী ২য় খণ্ড)