আল্লাহর নামে কৃত কসম তিন প্রকার ১. ইয়ামীনে গুমুস ২. ইয়ামীনে লাগব ৩. ইয়ামীনে মুন-আকিদাহ।
ইয়ামীনে গুমুস হলো, অতীত কিংবা বর্তমানের কোন ইতিবাচক কিংবা নেতিবাচক বিষয়ে জ্ঞাতসারে মিথ্যা কসম করা। যেমন-কেউ কোন কাজ করেছে স্মরণে থাকা সত্ত্বেও সে বলল, “আল্লাহর কসম আমি এটি করিনি”, অনুরূপ কোন কাজ না করা সত্ত্বেও কসম করে বলল যে “আল্লাহর কসম আমি এ কাজ করেছি।”