যে ব্যক্তি স্বীয় স্ত্রীর গুহ্যদ্বারে সঙ্গম করে তার উপর যিনার হদ্দ প্রয়োগ করা যাবে না। তাকে তা’যীরের আওতায় শাস্তি প্রদান করবে এবং জেলখানায় আটকিয়ে রাখবে, যে পর্যন্ত না সে তাওবা করে অথবা মৃত্যুবরণ করে। এটা ইমাম আযম আবূ হানীফা (র)-এর অভিমত। অপরদিকে ইমাম আবূ ইউসুফ (র) ও ইমাম মুহাম্মদ (র) এবং ইমাম শাফিঈ (র) বলেন, তার এ কাজটি যিনার মত। কাজেই তার উপর যিনার শাস্তি প্রয়োগ করা হবে। সে মুহসিন হলে তাকে রজম করা হবে। নচেৎ তার উপর বেত্রদণ্ড আরোপ করা হবে। (ফাতহুল কাদীর, ৫ম খণ্ড ও আলমগীরী, ২য় খণ্ড)