(১) মাহে রমযান শেষ হওয়ার পরের দিন ১লা শাওয়াল ভোরে সূর্য উদয়ের পর থেকে দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত ঈদুল ফেতরের দুই রাক’আত ওয়াজিব নামায পড়তে হয়। তবে যত শীঘ্র পড়া যায় ততই উত্তম।

(২) যিলহজ্জ মাসের দশ তারিখ উপরোক্ত সময়ে ঈদুল আযহার দুই রাক’আত ওয়াজিব নামায আদায় করতে হয়। তবে যত শীঘ্র আদায় করা যায় ততই ভাল। কোন ওযরবশতঃ দশ তারিখে পড়তে না পারলে পরে দুই দিন পর্যন্ত উল্লিখিত সময়ে পড়া যায়।