১। শরীর পাক হওয়া, ২। কাপড় পাক হওয়া, ৩। জায়গা পাক হওয়া, ৪। সতর ঢাকা (পুরুষের জন্য হাঁটু হতে নাভি পর্যন্ত আর স্ত্রীলোকের উভয় হা। কজি পর্যন্ত, উভয় পা টাখনু পর্যন্ত এবং মুখমণ্ডল ব্যতীত সর্বাঙ্গ)। ৫। কেবলা দিকে মুখ করে দাঁড়ান, ৬। ওয়াক্তমত নামায পড়া এবং ৭। নামাযের নিয়ন করা। এগুলো নামাযের আহকাম বা বাইরের ফরয।