১। তাকবীরে তাহরীমার সময় পুরুষের দুই হাত কান পর্যন্ত এবং মেয়েদের কাঁধ পর্যন্ত উঠান। ২। তাকবীরে তাহরীমা বলে পুরুষ নাভির উপর এবং মেয়েলোক বুকের উপর হাত বাঁধা। ৩। সানা (সোবহানাকা) পড়া। ৪। আউযূ বিল্লাহ পড়া। ৫। বিসমিল্লাহ পড়া। ৬। তিন রাকআতবিশিষ্ট নামাযের তৃতীয় রাকআতে এবং চার রাকআতবিশিষ্ট নামাযের তৃতীয় ও চতুর্থ রাকআতে সূরা ফাতেহা পড়া। ৭। নামাযের ভিতরে উঠা বসায় আল্লাহু আকবার বলা। ৮। রুকুতে তসবীহ পাঠ করা। ৯। সেজদায় তসবীহ পড়া। ১০। রুকু হতে মাথা উঠাবার সময় “সামিআল্লাহু লিমান হামিদাহ” বলা। ১১। রুকু হতে উঠে সোজা হয়ে দাড়িয়ে “রাব্বানা লাকাল হামদ” বলা। ১২। তাশাহহুদের পরে দুরূদ পড়া। ১৩। ফাতেহা শেষে মনে মনে আমীন বলা। ১৪। দুরূদের পরে দোয়া মাসুরা পড়া