ফকীহগণ এ ব্যাপারে একমত যে, মাতাল জ্ঞানশূন্য পাগল ব্যক্তি যদি এ অবস্থায় মদ বা মাদক দ্রব্য পান করেছে বলে স্বীকার করে তবে তার উপর হদ্দ প্রয়োগ করা হবে। (আলমগীরী, ২য় খণ্ড) কেউ যদি মাতাল অবস্থায় যিনা করে এবং সাক্ষীর মাধ্যমে তা প্রমাণিত হয় তবে তার উপর হদ্দ কায়েম করা হবে। মাতাল-নেশাগ্রস্ত ব্যক্তি হক্কুল ইবাদ সম্বন্ধে স্বীকারোক্তি প্রদান করলে তার উপর দণ্ড প্রয়োগ হবে। নেশাগ্রস্ত ব্যক্তি কোন পুরুষ বা মহিলার উপর অপবাদ আরোপ করেছে বলে স্বীকারোক্তি প্রদান করলে সুস্থ হওয়ার পর তার উপর হদ্দ প্রদান করা হবে। তালাক প্রদান, দাস মুক্ত করা, কিসাস, দিয়াত এবং মালী হক-এর ব্যাপারে নেশাগ্রস্ত ব্যক্তির কথা ধর্তব্য হবে, মাতাল অবস্থায় ধর্মত্যাগ করলে তা ধর্তব্য হবে না। (আল ফিকহ আলাল মাযাহিবিল আরবা’আ, (৫ম খণ্ড)