ফজর: সোবহে সাদেক থেকে শুরু করে সূর্য উদিত হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত ফজরের নামাযের সময়। রাত শেষে পূর্ব আকাশে অন্ধকার ভেদ করে আড়াআড়িভাবে যে সাদা আলোর রেখা ফুটে উঠে তাই ‘সোবহে সাদেক’। এর অর্থ প্রকৃত ভোর। যোহর : দুপুরের পর সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায় তখন থেকে লম্বা কোন কিছুর ছায়া (আসল ছায়া বাদ দিয়ে) দ্বিগুণ না হওয়া পর্যন্ত যোহরের নামাযের সময় থাকে। সূর্য যখন ঠিক মাথার উপরে অবস্থান করে তখন লম্বা বস্তুর যে ছায়া তার গোড়ায় পতিত হয় তাই আসল ছায়া

আসর: কোন বস্তুর আসল ছায়া দ্বিগুণ ছাড়িয়ে গেলেই আছর নামাযের ওয়াক্ত শুরু হয় এবং সূর্যাস্তের পূর্বক্ষণ পর্যন্ত থাকে। যেব্যক্তি ঐদিনকার আছর পড়তে পারেনি সে সূর্যাস্তের সময়েও তা পড়ে নিতে পারে।

মাগরিব : সূর্য অস্ত যাওয়া সম্পূর্ণ হওয়ার পর থেকে পশ্চিম আকাশের লালিমা বিলুপ্ত না হওয়া পর্যন্ত মাগরিবের ওয়াক্ত।

এশা: মাগরিবের ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে মধ্য রাত পর্যন্ত এশার নামাযের ওয়াক্ত। ঐ রাতের এশা কেউ পড়তে না পারলে সে রাত দ্বিপ্রহর থেকে সোবহে সাদেকের পূর্ব পর্যন্ত পড়তে পারে। অবশ্য মধ্য রাতের পর এশা পড়া মাকরূহ