এশা ও বেতেরের সময় একই। তবে এশা না পড়ে বেতের পড়া যায় না। কেউ এশার পূর্বে বেতের পড়লে এশার পরে তা পুনরায় পড়তে হবে। যারা শেষ রাতে তুহাজ্জুদ নামায পড়তে অভ্যস্ত, তারা তাহাজ্জুদের পরে বেতের নামায পড়বেন।