মদ্যপায়ীদের আসরে আসা-যাওয়া করা এবং তাদের আড্ডায় শামিল হওয়া হারাম। হযরত উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করেন:

من كان يؤمن بالله واليوم الآخر فلا يقعد على مائدة تدار عليها

الخمر

আল্লাহ্ ও পরকালে বিশ্বাসী কোন মু’মিন ব্যক্তি যেন এমন মজলিসে বা আড্ডায় একত্রে না বসে, যেখানে মদ বা মাদক দ্রব্য পরিবেশন করা হয়।

অপরদিকে প্রত্যেক মুসলমান এ ব্যাপারে অদিষ্ট যে, সে যেন গর্হিত কাজ হতে দেখলে তা বন্ধ করার চেষ্টা করে। কিন্তু তা করা যদি সম্ভবই না হয় তাহলে সে যেন এ জাতীয় মজলিস থেকে দূরে থাকে।

হযরত উমর ইব্‌ন আবদুল আযীয (রা) মদ্যপায়ীদের সাথে সাথে সে লোকদেরকেও দোরা মারতেন যারা তাদের মজলিসে উঠাবসা করত। কিন্তু নিজের তা পান করত না। একবার কতিপয় মদ্যপায়ীকে ধরে আনা হলো। তিনি তালেবানে শাস্তি দেওয়ার নির্দেশ দিলেন। কেউ তাকে বলল, এদের মধ্যে এমন বাক্তিও রয়েছ। যে রোযা রাখে। এ কথা শুনে তিনি বললেন, তাহলে তো ওকে প্রথমে শাস্তি দিয়ে হবে। তোমরা কি আল্লাহ তা’আলার নিম্নোক্ত বাণী শুনতে পাওনি?

وقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أنْ إِذا سَمِعْتُمْ آيَاتِ الله يُكْفُرُ بها وَيُسْتَهْر أَيهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذَا

কিতাবে তিনি তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন যে, যখন তোমরা শুনবে আল্লাহর আয়াত প্রত্যাখ্যান হচ্ছে এবং তা নিয়ে বিদ্রূপ করা হচ্ছে তখন যে পর্যন্ত। তারা অন্য প্রসঙ্গে লিপ্ত না হবে তোমরা তাদের সাথে বসবে না। অন্যথায় তোমরাও তাদের মত হবে। (সূরা নিসাঃ ১৪০)