মদপান করা, মদ বিক্রি করা এবং বিক্রি করে এর মূল্য ভক্ষণ করা যেমন হারাম তেমনিভাবে কাউকে তা উপঢৌকন দেওয়া হারাম। কেননা মদ, উপঢৌকন হিসেবে প্রদান করা হারাম বস্তুর প্রতি সন্তুষ্টির আলামত। এতে পাপ কাজে সহায়তা দান করা হয়।
অধিকন্তু মুসলমান হলো পবিত্র। সে পবিত্র বস্তু ছাড়া অপবিত্র বস্তু কাউকে হাদিয়া দিতে পারে না। এবং নিজেও তা গ্রহণ করতে পারে না। এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে হাদিয়া হিসেবে মদ পেশ করার ইচ্ছা করলে তিনি তাকে বললেনঃ আল্লাহ্ তা’আলা মদ হারাম করেছেন। তখন লোকটি বলল أفلا ابائعها তাহলে আমি কি তা বেচাকেনা করতে পারব না? তখন রাসূলুল্লাহ্ (সা) বললেনঃ
ان الذي حرم شربها حرم بيعها
আল্লাহ্ তা’আলা তা পান করা যেমন হারাম করেছেন তেমনি বিক্রি করাও হারাম করেছেন। তখন লোকটি বলল, افلا اكارم بها اليهود তবে তা কোন ইয়াহুদীকে হাদিয়া হিসেবে দিতে পারব? রাসূলুল্লাহ (সা) বললেনঃ
ان الذي حرمها حرم ان يكارم بها اليهود
যিনি তা পান করা হারাম করেছেন তিনিই তা কোন ইয়াহুদীকে হাদিয়া স্বরূপ দেওয়াও হারাম করেছেন। তখন লোকটি বলল فكيف اصنع بها তাহলে আমি তা নিয়ে কি করব? রাসূলুল্লাহ্ (সা) বললেন, شنها على البطاء বা হাতে তা ঢেলে দাও। (আল-হালাল ওয়াল-হারাম ফিল ইসলাম)