এক দীনার কিংবা দশ দিরহাম অথবা এতদোভয়ের যে কোন একটি মূল্যের সমপরিমাণ মাল চুরি করলে চুরির হদ্দ সাব্যস্ত হয়। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন:
لا تقطع يد السارق في دون ثمن المجن
ঢালের মূল্যের চেয়ে কম পরিমাণ বস্তু চুরি করলে তাতে চোরের হাতকাটা যাবে
না।
হযরত আবদুল্লাহ ইব্ন আব্বাস (রা) ও হযরত আবদুল্লাহ ইবন উম্মে আয়মান (রা) থেকে বর্ণিত আছে তাঁরা বলেন, রাসূলুল্লাহ (সা)-এর যমানায় যেই ঢাল চুরি করার দায়ে চোরের হাত কাটা হতো, তার মূল্য ছিল দশ দিরহাম। (কিতাবুল ফিকহ আলাল মাযাহিবিল আরবা’আহ, ৫ম খণ্ড)
১. দিরহাম বিশ্লেষণ:
২. এক দিরহাম= ৩ মাশা, ১ রতি + রতি অপর হাদীসে আছে:
لا تقطع اليد الا في دينار أو في عشرة دراهم এক দীনার কিংবা দশ দিরহামের কম চুরি করলে তাতে চোরের হাত কাটা যাবে না। (মুসাননাফ আব্দুর রাযযাক, তাবারানী, ফলী মু’জাম)।
রাসূলে করীম (সা) আরো ইরশাদ করেন:
لا قطع فيما دون عشرة دراهم
দশ দিরহামের কম চুরি করলে তাতে হাত কাটা যাবে না। (মুসনাদে আহমাদ)।
বস্তুত উপরোক্ত হাদীস সমূহের ভিত্তিতেই হানাফী ইমামগণ চুরির ‘হদ্দ’ হস্ত কর্তন প্রযোজ্য হওয়ার জন্যে চুরির মালের নিসাব ধার্য করেছেন এক দীনার কিংবা দশ দিরহাম অথবা এতদোভয়ের যে কোন একটি সমপরিমাণ মূল্যের বস্তু।