‘যদি চারজন লোক অপর চারজন সাক্ষীর সাক্ষ্যের উপর ভিত্তি করে কোন ব্যক্তির বিরুদ্ধে যিনার সাক্ষ্য প্রদান করে তবে এ জন্য অভিযুক্তের উপর দণ্ড আরোপ করা যাবে না। এরপর যদি মূল সাক্ষীগণ উপস্থিত হয়ে অভিযুক্তের বিরুদ্ধে সেই যিনার বিষয়ে সাক্ষ্য প্রদান করে তবু তার উপর শাস্তি বিধান করা যাবে না এবং এ জন্য মূল সাক্ষীসহ সাক্ষীদের কারও উপর কাযাফের হদ্দ আসবে না। (আলমগীরী, ২য় খণ্ড)