سُبْحْنَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَـ
إله غيرك .
উচ্চারণ: সোবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা -ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুকা।
অর্থ : হে আল্লাহ! তুমি পবিত্র, তুমিই প্রশংসনীয়, তোমার নামই বুযুর্গীপূর্ণ, তোমার গৌরবই সর্বোচ্চ এবং তুমি ভিন্ন অন্য কেউ মাবুদ নেই।