بسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ – لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَهُ كُفُواً أَحَدٌ

উচ্চারণ : কুল হুওয়াল্লাহু আহাদ। আল্লাহু সসামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ।

অর্থঃ বল, হে মুহাম্মদ (সাঃ) তিনি (আল্লাহ) এক, তিনি তিনি কাকেও জন্য দান করেননি এবং নিজেও জন্মগ্রহণ করেননি এবং তাঁর সমকক্ষ কেউ নেই। মুখাপেক্ষীহীন