بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لَا يُلْفِ قُرَيْشٍ – الْفِهِمْ رِحْلَةَ الشَّتَاءِ وَالصَّيْفِ – فَلْيَعْبُدُوا رَبَّ هُذَا الْبَيْتِ – الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ .
উচ্চারণ: লিঈলাফি কুরাইশিন, ঈলাফিহিম রিহলাতাশ শিতায়ি ওয়াসসাইফ, ফাইয়া’বুদ্ রাব্বা হাযাল বাইতিল্লাযী আতআমাহুম মিন্ জুয়িও ওয়া আমানাহুম মিন খাওফ।
অর্থ: কুরাইশগণের অনুরাগের নিমিত্ত, তাদের অনুরাগ শীত ও গ্রীষ্মকালে বিদেশ যাত্রার প্রতি। অতএব তারা যেন এই গৃহের প্রতিপালকের এবাদত করে, যিনি তাদেরকে ক্ষুধায় আহার দান করেছেন এবং ভয় ভীতি হতে নিরাপত্তা প্রদান করেছেন।