بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالدِّينِ وَالزَّيْتُونِ ، وَطُورِ سِينِينَ – وَهُذَا الْبَلَدِ الْأَمِينِ – لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ – ثُمَّ رَدَدْنَهُ أَسْفَلَ سَفِلِينَ – إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّلِحَتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ . فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ – أَلَيْسَ اللهُ بِأَحْكَمِ الْحَكِمِينَ .
উচ্চারণ : ওয়াতীনি ওয়াযযাইতুন, ওয়া তুরি সিনীনা ওয়া হাযাল বালানিঙ্গ আমীন। লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকবীম। সুমা রাদাদনায় আস্ফালা সাফিলীন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু সসোআলিহাতি ফালায়ম আজরুন গাইরু মামনুন। ফামা ইউকাযযিবুকা বা’দু বিদ্বীন। আলাইসাল্লাহ বিআহকামিল হাকিমীন।
অর্থ: শপথ আনজীর ও যয়তুনের এবং শপথ সিনীনের এবং শপথ এই নিরাপদ নগরীর। আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম অবয়বে। অতঃপর জামি তাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করেছি। কিন্তু তাদেরকে নয় যারা বিশ্বাস ও সৎকর্মপরায়ণ। তাদের জন্য আছে নিরবচ্ছিন্ন পুরস্কার। সুতরাং এর পর রিসে তোমাকে কেয়ামতে অবিশ্বাসী করে? আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচার নন?