بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ – نِ الَّذِي جَمَعَ مَالًا وَعَدَدَهُ – يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ – كَلَّا لَيُنْبُذُنَّ فِي الْحُطَمَةِ مَا أَدْرَكَ مَا الْحُطَمَةِ نَارُ اللَّهِ الْمُرْقَدَةُ الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ – إِنَّهَا عَلَيْهِمْ

مُوْصَدَةٌ فِي عَمَدٍ مُمَدَدَةٍ .

উচ্চারণ: ওয়াইলুললি কুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালাওঁ ওয়া আদ্দাদাহ। ইয়াহসাবু আন্না মা লাহ্ আখলাদাহ। কাল্লা লাইউমবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদ্রাকা মাল হুতামাহ। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তোআলিউ আলাল আফ্রিদাহ। ইন্নাহা আলাইহিম মু’সাদাতুন ফী আমাদিম্ মুমাদ্দাদাহ্।

অর্থ: প্রত্যেক পশ্চাতে নিন্দাকারী ও সম্মুখে দোষারোপকারীর জন্য অক্ষেপ (ওয়ায়ল দোযখ)! যে অত্যন্ত লোভবশতঃ অর্থ জমা করে এবং বার বার গণনা করে। সে মনে করে, তার ধন-সম্পদ চিরকাল তার কাছে থাকবে। কখনও নয়, তাকে হোতামা দোযখে নিক্ষেপ করা হবে। আপনার কি জানা আছে সে হোতামা কি? তা আল্লাহ প্রজ্বলিত অগ্নি। যা হৃদয়ের উপর উপস্থিত হবে, নিশ্চয়ই তাতে তাদেরকে বেঁধে দেয়া হবে লম্বা খামের মধ্যে।