ভবিষ্যতে কোন কাজ করা কিংবা না করার ব্যাপারে কসম করাকে ইয়ামীনে মুন-আকিদাহ বলা হয়। এ প্রকারের কসম ভঙ্গ করলে কাফ্ফারা আদায় করতে হবে। (আলমগীরী, ২য় খণ্ড)। ইচ্ছাকৃতভাবে কিংবা ভুলক্রমে কিংবা বল প্রয়োগে বাধ্য হয়ে অথবা যে কোন কারণে কসম ভঙ্গ করলে সর্বাবস্থায় কাফ্ফারা আদায় করতে হবে।
যদি কেউ কসম করে বলে যে, সে কখনো কসম করবে না, এরপর সে কথা ভুলে গিয়ে কোন বিষয়ে যদি কসম করে ফেলে এবং তা ভঙ্গ করে তবে তাকে দু’টো কাফ্ফারা আদায় করতে হবে। একটি তার প্রথম কসম ভঙ্গের জন্যে এবং অপরটি তার পরবর্তী কসমের বিপরীত কাজ করার জন্য। (শামী, ২য় খণ্ড)