بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زَلْزَالَهَا ، وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا وَقَالَ الْإِنْسَانُ مَا لَهَا – يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا وَ بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا – يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ اشْتَانًا لِبُرُوا أَعْمَالَهُمْ ، فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ – وَمَنْ تَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًا تَرَهُ .
উচ্চারণ: ইযা যুলযিলাতিল আরদু যিলযালাহা। ওয়া আগ্রাজাতিল আরদু আসকালাহা। ওয়া কালাল ইনসানু মা লাহা। ইয়াওমাইযিন তুহাদ্দিস্ আবারাহা। বিআন্না রাব্বাকা আওহা লাহা। ইয়াওমাইযিই ইয়াসদুরুন্নাসু আশতাতাল্ লিইউরাও আ’মালাহুম্। ফামাই ইয়া’মাল মিসকালা যাররাতিন্ খাইরাই ইয়ারাহ। ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারাহ।
অর্থ: যখন পৃথিবী আপন কম্পনে কম্পিত হবে আর পৃথিবী যখন তার বোঝা বের করে দিবে এবং মানুষ বলবে, এর কি হল? সেদিন পৃথিবী তার সব বৃত্তান্ত বর্ণনা করবে। কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন। সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে যাতে তারা নিজেদের আমলসমূহ দেখতে পায়: কেউ অণু পরিমাণ সৎ কাজ করলে তা দেখবে এবং কেউ অণু পরিমাণ অসৎ কাজ করলে তাও দেখবে।