সুন্নত এমন এক কর্তব্য কাজ যা করার জন্য হযরত রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকিদ দিয়েছেন। সুতরাং যেসব কাজ তিনি সদা সর্বদা করেছেন তাকে সুন্নতে মোআক্কাদা বলা হয়। যেমন: ফজরের দুই রাকআত সুন্নত নামায, যোহরের ফরয নামাযের আগে চার রাকআত ও পরে দুই রাকআত সুন্নত নামায এবং এশার ফরয নামাযের পরে দুই রাকআত সুন্নত নামায ইত্যাদি।