মধ্য রাতের পর থেকে সোবহে সাদেকের পূর্ব পর্যন্ত তাহাজ্জুদের সময়। এরপর থেকে সূর্যোদয় পর্যন্ত অন্য কোন নামায পড়া জায়েয নেই। তবে কারো এশার নামায কাযা হয়ে গেলে সোবেহ সাদেকের পরও সে নামাযের কার্যা আদায় করতে পারবে।