সাধারণভাবে নামায পাঁচ প্রকার। যথা ১। ফরয নামায, ২। ওয়াজির নামায, ৩। সুন্নত নামায ৪। মোস্তাহাব নামায ও ৫। নফল নামায। দৈনিক পাঁচ ওয়াক্ত নামায ও জুমআর নামায ফরয, এগুলো ফরযে জানাযার নামাযও ফরয তবে ফরযে কেফায়া। আইন।

দুই ঈদের নামায এবং বেতেরের নামায ওয়াজিব, এছাড়া মান্নত নামায় আদায় করাও ওয়াজিব।

নামায় এবং পাঁচ ওয়াক্ত ফরয নামাযের আগে ও পরের নামাযসমূহ সুন্নত রমযান মাসের তারাবীহ নামাযও সুন্নত। আসর ও এশার ওয়াক্তে ফরয নামাযের পর্বে চার রাকআত নামায়

আামারে উল্লিখিত নামাযসমূহ ছাড়া অন্যান্য নামায নফল। যেমন- শবে কদর, মোস্তাহাব। শবে বরাতের নামায ইত্যাদি।