পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসী পাঠ করলে অসংখ্য সওয়াব হয়। পিদাপদ হতে আল্লাহ হেফাযতে রাখেন। সুস্বাস্থ্যের জন্যও আয়াতুল কুরসীর তেলাওয়াত খুবই উপকারী।
اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَتَّى الْقَيُّومُ . لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمُ . لَهُ مَا فِي السَّمَواتِ وَمَا فِي الْأَرْضِ – مَنْ ذَالَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِاذْنِهِ – يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَوتِ وَالْأَرْضِ . وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ .
উচ্চারণ: আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, লা তা’খুযুহু সিনাতুও ওয়ালা নাওম, লাহু মা ফিস্ সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, মান্ যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহী, ইয়া’লামু মা বাইনা আইদীহিম ওয়া মা খালফাহুম্ ওয়ালা ইউহীতুনা বিশাইয়িম মিন ইলমিহী ইল্লা বিমা শাআ, ওয়াসিআ কুরসিয়্যুহুস্ সামাওয়াতি ওয়াল আরদা, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুওয়াল আলিয়্যুল আযীম।
অর্থ: আল্লাহ ব্যতীত অন্য কোন মাবুদ নেই। তিনি চির জীবন্ত, চির বিদ্যমান, তাঁকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করতে পারে না। আসমান যমীনে যা কিছু আছে সবই তাঁর জন্য। কে এমন আছে, যে তাঁর হুকুম ছাড়া তাঁর নিকট সুপারিশ করতে পারে। তিনি অগ্র-পশ্চাতের সব কিছু অবগত। আল্লাহর ইচ্ছা ছাড়া তাঁর এলেমের সামান্যতম অংশও কেউ আয়ত্ত করতে পারে না। তাঁর (জ্ঞানের) সিংহাসন সমগ্র আসমান-যমীনব্যাপী পরিব্যাপ্ত, এদের রক্ষণাবেক্ষণ করতে তাঁর কোন কষ্ট হয় না।
তিনি সর্বোচ্চ ও মহান।