বর্তমানে ঐষধ, আতর এবং আরো বিভিন্ন জিনিষের সাথে এলকোহল এবং স্পিরিট মিশানো হয়ে থাকে। এগুলো যদি আঙ্গুর এবং খেজুর থেকে তৈরি করা হয় তবে তা নাপাক এবং হালাল বস্তু হিসেবে আদৌ গণ্য হবে না। আর যদি এ ছাড়া অন্য কোন পদার্থ থেকে তৈরি করা হয় তবে ঔষধ হিসেবে ব্যবহার করা জায়িয হবে। যদি তাতে নেশা সৃষ্টি না হয়। বর্তমান কালের অধিকাংশ এলকোহল পেট্রোল এবং বিভিন্ন খাদ্যশষ্য থেকে তৈরি করা হয়, আঙ্গুর এবং খেজুর থেকে নয়, তাই ঔষধের সাথে অন্য কোন প্রয়োজনে এগুলো ব্যবহার বৈধ। শরী’য়তের দৃষ্টিতে এতে কোন অসুবিধা নেই (তাকমিলা, ৩য় খণ্ড)