কাযাফ তথা ব্যভিচারের মিথ্যা অপবাদ আরোপের কাজটি হদ্দ তথা শাস্তিযোগ্য হওয়ার জন্যে শুধুমাত্র এতটুকুই যথেষ্ট নয় যে, এক ব্যক্তি অপর ব্যক্তির উপর কোন রূপ সাক্ষ্য প্রমাণ ছাড়াই ব্যভিচার করার অপবাদ দিয়েছে। বরং এর কিছু শর্ত অপবাদ দাতার মধ্যে যে শর্তগুলো থাকতে হবে সেগুলো হচ্ছে এ

১. বালিগ হওয়া,

২. জ্ঞানবান হওয়া,

৩. বাকশক্তি সম্পন্ন হওয়া বোবা না হওয়া,

৪. স্বেচ্ছায় অপবাদ আরোপ করা

৫. শরয়ী বিচার ব্যবস্থা বিদ্যমান থাকা (শামী, ৩য় খণ্ড)

সুতরাং নাবালিগ, পাগল, মুক বা বোবা এবং মজবুর বা বল প্রয়োগের বাধ্যকৃত ব্যক্তি অপবাদ প্রদর্শন করলে তাদের উপর হদ্দ কার্যকর হবে না। অনুরূপ দেশে শরয়ী বিচার ব্যবস্থা বিদ্যমান না থাকা কালেও কার্যকর হবে না।

অপবাদ আরোপকৃত ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে তার মধ্যে নিম্নলিখিত শর্তসমূহ থাকতে হবে:

অপবাদ দাতার উপর শরয়ী দণ্ড বিধান কার্যকর করার জন্য অপবাদ আরোপকৃত

ব্যক্তির মধ্যে নিম্নোক্ত শর্তাবলী থাকতে হবে। যথা:

১. মুসলমান হওয়া,

২. আযাদ হওয়া,

৩. বালিগ হওয়া,

৪. পূত-পবিত্র চরিত্রের অধিকারী হওয়া,

৫. মুক বা বোবা না হওয়া,

৬. যৌনাঙ্গ কর্তিত না হওয়া,

৭. খাসী অর্থাৎ অণ্ডকোষ কর্তিত না হওয়া,

৮. মহিলাদের ক্ষেত্রে রাতকা, কারণা অর্থাৎ তাদের যৌনাঙ্গ বন্ধ না হওয়া অথবা

যৌনাঙ্গ ও গুহ্যদ্বার একসাথে মিশে না যাওয়া।

৯. বৈবাহিক সূত্রে অথবা মিলকে ফাসিদের ভিত্তিতে সঙ্গম না হওয়া।

১০. অপবাদ আরোপকৃত ব্যক্তি অপবাদ দাতার সন্তান বা সন্তানের সন্তান না হওয়া। (শামী, ৩য় খণ্ড)