চুরির সংজ্ঞা

চুরির আরবী প্রতিশব্দ السرقة এর আভিধানিক অর্থ হলো, অপরের সম্পদ গোপনে হস্তগত করা। শরী’য়তের পরিভাষায় এর সংজ্ঞা এই যে, কোন জ্ঞানবান বালিগ ব্যক্তি কর্তৃক অপরের মালিকানাধীন সংরক্ষিত নিসাব (এক দীনার বা দশ দিরহাম) পরিমাণ সম্পদ অথবা নিসাব পরিমাণ সম্পদের মূল্য, যার মাঝে চোরের কোন অধিকার কিংবা অধিকারের অবকাশ নেই গোপনে ও ধরা পড়ার ভয়ে সবার অলক্ষ্যে স্বেচ্ছায় ও সজ্ঞানে হস্তগত করা। সে ব্যক্তি মুসলিম হোক কিংবা যিম্মী হোক অথবা মুরতাদ হোক অথবা পুরুষ হোক কিংবা মহিলা হোক, আযাদ হোক অথবা গোলাম হোক এতে কোন পার্থক্য হবে না। সবার বেলায় একই হুকুম প্রযোজ্য। (আলমগীরী, ২য় খণ্ড)