দোযখ ফার্সী শব্দ। আরবীতে দোযখকে নার বা জাহান্নাম বলে। বাংলায় বলে নরক। নার ও জাহান্নাম উভয়ের অর্থই অগ্নি। মানুষ যত রকম যন্ত্রণাদায়ক শাস্তির কল্পনা করতে পারে তন্মধ্যে আগুনই সবচেয়ে কঠিন। দোযখের অস্তিত্বের প্রতি ঈমান রাখা ফরয।

দোযখ সাতটি: ১। জাহান্নাম, ২। হাবিয়া, ৩। সাকার, ৪। হুতামা, ৫। সায়ীর, ৬। জাহীম, ৭। লাযা।