নামাযের বাইরে ও ভিতরে মোট তেরটি ফরয আছে। এগুলোকে নামাযের আহকাম ও আরকান বলা হয়। নামাযের বাইরের ফরযগুলোকে আহকাম এবং ভিতরের গুলোকে আরকান বলা হয়। আহকাম সাতটি আর আরকান ছয়টি। এই তেরটির যেকোন একটি ছুটে গেলে নামায হবে না, পুনঃ আদায় করতে হবে।