বালিগ ও বুদ্ধিমান এক জোড়া নারী-পুরুষের বৈবাহিক বন্ধন ব্যতিরেকে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে একজনের যৌনাঙ্গে অপরজনের যৌনাঙ্গ প্রবিষ্ট করানোকে যিনা-ব্যভিচার বলে। ইমাম আযম আবূ হানীফা (র) যিনার নিম্নোক্ত সংজ্ঞা দিয়েছেনঃ
“এমন কোন নারীর সাথে তার সম্মতিতে তার যৌনাঙ্গে কোন পুরুষের সঙ্গম ক্রিয়াকে যিনা বলে, যে তার স্ত্রী বা ক্রীতদাসীও নয় এবং স্ত্রী বা ক্রীতদাসী হওয়ার সন্দেহও বিদ্যমান নাই।”
আল্লামা ইমাম কাশানী (র) তাঁর সংজ্ঞায় ‘জীবিত’ শব্দ যোগ করেছেন। অর্থাৎ উভয়কে জীবিত হতে হবে। এই শেষোক্ত সংজ্ঞাধীন যিনাই হদ্দযোগ্য অপরাধের অন্তর্ভুক্ত হবে এবং প্রথমোক্ত সংজ্ঞাধীন যিনা তাযীরের অন্তর্ভুক্ত হবে। (আলমগীরী, ২য় খণ্ড)