২৬ রমযান দিবাগত রাতে, কিংবা ২০ রমযান দিবাগত রাত থেকে ঈদুল ফেতরের পূর্ব রাত পর্যন্ত যে কোন বিজোড় সংখ্যার রাত যেমন- ২৩, ২৫, ২৭, ২৯ তারিখ রাত মাগরিব থেকে সোবহে সাদেক পর্যন্ত শবে কদরের নফল নামায পড়ার সময়। তবে আমাদের দেশে রমযানের ২৬ তারিখ দিবাগত রাতেই সাধারণত শবে কদরের নফল নামায পড়া হয়।
উল্লেখ্য, শবে বরাতে ও শবে কদরে মাগরিবের পর থেকেই নফল নামায পড়া গেলেও এশার নির্ধারিত সময়ে অবশ্যই এশার নামায পড়ে নিতে হবে। আমাদের দেশে অনেকেই এই দুই রাতেও এশার নামাযের প্রতি কোন প্রকার গুরুত্ব দেন না। এমনকি অনেকে রাতভর নফল পড়ে ফজরের নামায না পড়েই ঘুমিয়ে যান। এটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়।