শিরক অর্থ অংশীবাদ। মহান আল্লাহর সঙ্গে অপর কাউকে শরীক বা অংশীদার করা বা অন্য কাউকে তাঁর গুণাবলীর সমকক্ষ মনে করাকে শিরক বলে। আল্লাহ তাআলার জাত (সত্তা) এবং সিফাতের (গুণাবলীর) কোন তুলনা বা অংশীদার নেই। যদি কেউ এই দুইটি বিষয়ে আল্লাহর সাথে তুলনা বা অংশীদার সাব্যস্ত করে, তাও শিরক হবে। যারা শিরক করে তাদেরকে মুন্ত্রিক বলে। পবিত্র কোরআন শরীফে মুশরিকদেরকে নাপাক বলা হয়েছে এবং শিরকের গোনাহ মাফ হবে না বলে উল্লেখ করা হয়েছে।